সভার আলোচ্য সূচি অনুযায়ি সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্য গণের উদ্দেশ্যে বলেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনা বেক্ষন (টি, আর) ১,৮২,৯৭৮/-(এক লক্ষ বিরাশি হাজার নয়শত আটাত্তর টাকা) ও কাবিটা/নগদ টাকা- ৪,৭২,৯১২/-(চার লক্ষ বাহাত্তর হাজার নয়শতবারো টাকা) এবং কাবিখা-চাউল ৩.২০০ মে:টন, গম ৬.৩১৩ মে: টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গিয়াছে। যাহার প্রকল্প তালিকা প্রস্তুত করা প্রয়োজন। সভায় বিস্তারিত আলোচনা-পর্যালোচনান্তে সর্বসম্মতি ক্রমে নি¤œরুপ ভাবে প্রকল্প তালিকা প্রস্তুত করা হইল।
সভার আলোচ্য সূচি অনুযায়ি সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্য গণের উদ্দেশ্যে বলেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনা বেক্ষন (টি, আর) ১,৮২,৯৭৮/-(এক লক্ষ বিরাশি হাজার নয়শত আটাত্তর টাকা) ও কাবিটা/নগদ টাকা- ৪,৭২,৯১২/-(চার লক্ষ বাহাত্তর হাজার নয়শতবারো টাকা) এবং কাবিখা-চাউল ৩.২০০ মে:টন, গম ৬.৩১৩ মে: টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গিয়াছে। যাহার প্রকল্প তালিকা প্রস্তুত করা প্রয়োজন। সভায় বিস্তারিত আলোচনা-পর্যালোচনান্তে সর্বসম্মতি ক্রমে নি¤œরুপ ভাবে প্রকল্প তালিকা প্রস্তুত করা হইল।
টি, আর, কর্মসূচীরতালিকাঃ
১। রামগঞ্জবিলাসী বাজার জামে মসজিদ সংস্কার। বরাদ্দ-৫১,০০০/-
২। গঙ্গাধর পাড়া দূর্গা মন্দির সংস্কার। বরাদ্দ-৫১,০০০/-
৩। রামগঞ্জবিলাসী চৌধুরীপাড়া জামে মসজিদ গৃহসংস্কার। বরাদ্দ-৮০,৯৭৮/-
কাবিটা নগদ টাকার প্রকল্প তালিকাঃ
১। টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের দক্ষিনে খালে মাটি ভরাট। বরাদ্দ-৪,৭২,৯১২/-। প্রকল্প সভাপতি-মোঃ গোলাম রহমান সরকার।
কাবিখা খাদ্য শস্যের প্রকল্প তালিকাঃ
১। বিলাসী মন্ডলপাড়া লিয়াকতের বাড়ীর পশ্চিম আবুর মোড় পর্যন্ত রাস্তা সংস্কার। বরাদ্দ-(চাউল) ৩.২০০ মেঃটন। প্রকল্প সভাপতি- মোঃ আলিমুল ইসলাম।
২। টেপ্রীগঞ্জ রাশেদের বাড়ির পশ্চিমে খালে মাটি ভরাট। বরাদ্দ-(গম) ৬.৩১৩ মেঃটন। প্রকল্প সভাপতি-মোঃ আমিনার বসুনিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস