Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
বাজেট অর্থ বছরঃ-২০২৩-২০২৪ইং
প্রকল্প শুরু
25/05/2023
প্রকল্পের ধরণ
থোক বরাদ্দ
বরাদ্দের পরিমাণ (টাকায়)
সম্ভাব্য আয় =২,৮৬,৮৯,৬৭৪/-(দুইকোটি ছিয়াশিলক্ষ উননব্বই হাজার ছয়শত চুয়াত্তোর টাকা মাত্র) এবং মোট সম্ভব্য ব্যয় = ২,৮৬,৮৯,৬৭৪/-(দুইকোটি ছিয়াশিলক্ষ উননব্বই হাজার ছয়শত চুয়াত্তোর টাকা মাত্র) টাকার বাজেটটি অনুমোদন করা হয়।
কাজের বর্ননা

অদ্যকার সভায় আগামী ২০২৩-২০২৪ইং অর্থ বছরের অথবা গেজেট অনুমোদন সাপেক্ষে সভাপতি মহোদয় সদস্যগণের প্রতি দৃষ্টি আকর্ষন পূর্বক জানান যে, অদ্যকার তারিখে অনুমতি ক্রমে ইউ,পি সচিবের প্রণীত ২১/০৫/২০২৩ইং তারিখের উন্মুক্ত সভার খসড়া বাজেটটি আলোচনা পর্যালোচনা অতি আবশ্যক। তাই আয় ও ব্যয়ের খাতওয়ারী পূণঃ পর্যবেক্ষণ ও পর্যালোচনা করিয়া সকল সদস্যবৃন্দের সর্ব সম্মতিক্রমে আর্থিক সন ২০২৩-২০২৪ইং অর্থ বছরের সর্বমোট সম্ভাব্য আয় =২,৮৬,৮৯,৬৭৪/-(দুইকোটি ছিয়াশিলক্ষ উননব্বই হাজার ছয়শত চুয়াত্তোর টাকা মাত্র) এবং মোট সম্ভব্য ব্যয় = ২,৮৬,৮৯,৬৭৪/-(দুইকোটি ছিয়াশিলক্ষ উননব্বই হাজার ছয়শত চুয়াত্তোর টাকা মাত্র) টাকার বাজেটটি অনুমোদন করা হয়। তবে সরকারী উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ সরকারী নিয়মে কম বা বেশী হতে পারে। আগামী অর্থ বছর ২০২৩-২০২৪ইং সালে বাজেট মোট আয় ও ব্যয়ের পরিমান পরিবর্তন পূর্বক সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হইল। 

আগামী ২০২৩-২০২৪ইং অর্থ বছরের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯) এর ধারা ৫৭ অনুমোদন বাস্তবায়ন সাপেক্ষে উক্ত বাজেটটি এলাকার সকল জনগণের উন্নয়নের সহায়ক হইবে।

অনুমোদিত বাজেটটি পর্যালোচনা ও মতামতের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবর প্রেরণ করার জন্য সদস্যবৃন্দ সভাপতি সাহেবকে অনুরোধ জানান। 

সভায় বিবিধ আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।

                                                                                                              স্বাক্ষরিত/=

                                                                                                             (সভাপতি)